Monday, February 13, 2012

নারীরা যা শুনতে পছন্দ করে

আপনার দাম্পত্য জীবন সুখী করতে আপনার সঙ্গিনীকে অবশ্যই খুশি রাখতে হবে। তার জন্য অর্থ-সচ্ছলতা দরকার। তার সঙ্গে মাঝে মধ্যে যদি তার প্রশংসা করেন, তাহলে দারুণ কাজ দিতে পারে। আর সেই প্রশংসা সূচক উক্তিগুলো কেমন হতে পারে? গবেষণায় দেখা গেছে নারীরা ১০টি উক্তি বেশি পছন্দ করেন। আপনি চাইলে এগুলো প্রয়োগ করতে পারেন। উক্তিগুলো হল তুমি দেখতে অপূর্ব, তুমি আমার জীবনে প্রথম নারী, তুমি বিছানায় দারুণ, তুমি আদর্শ মা হবে, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে, এ বিষয়ে (যে কোনো বিষয়ে) তুমি কি ভাবছো, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি, আমার মন তুমি বুঝতে পার এবং আমি তোমাকে ভালোবাসী। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

No comments:

Post a Comment